অসীমের পথে একটা সৃষ্টিশীল যাত্রার স্বপ্ন , নতুনত্বের প্রচেষ্টা ছোট্ট পবিপ্রবির বুকে।
ক্যাম্পাসনামা পবিপ্রবি অসীমের পথে একটা সৃষ্টিশীল যাত্রার স্বপ্ন , নতুনত্বের প্রচেষ্টা ছোট্ট পবিপ্রবির বুকে। এই ক্যাম্পাসের,এই পবিপ্রবির ১৮-১৯ সেশনের কিছু ছন্নছাড়া ছেলেপেলের নিজেদের চিন্তা, অনুভূতি,দৈনিক জীবনের ছোট্ট দর্শনগুলো গানে সুরে প্রকাশের একটা প্রচেষ্টা। প্রচেষ্টা নিজেদের গল্প বলার, প্রচেষ্টা এই ক্যাম্পাসের গল্প বলার। ক্যাম্পাসনামা ছোট্ট একটা আন্দোলনও হয়তো,পবিপ্রবিতে মৌলিক সৃষ্টির অবিরাম প্রবাহমান ধারা তৈরির আন্দোলন। চিন্তার স্বাধিকার, সৃষ্টির ঊল্লাসের বিপ্লব ক্যাম্পাসনামা, পবিপ্রবি।
Copyright (c) 2022 Tusher Hasib