পিপড়ার গায়ে কি হাতি তবে দিলো পারা? ট্রাম্প নাকি কিম! কার কথায়, বিশ্ব দিশেহারা মোদী শিংপিং খেলো কোন চা! ঘোড়ার পিঠে কেন গাধার বোঝা....!! চিন্তা নেই, দুশ্চিন্তা নেই তোমার যদি কখনও মনে হয় হারিয়ে যেতে ভয় জানিয়ো আমায়।
থাকবো আমি ছায়া হয়ে সারাটাক্ষণ তোমার পাশে ভয় পেয়ো না হারাবে না আর স্তব্দ অন্ধকারে। চল একসাথে উড়ি, মেলি ইচ্ছে ডানা আকাশে রাঙ্গাবো সব ইচ্ছেগুলো স্বপ্নরং এর উৎসবে
ঝেরে ফেলো সব বিষণ্ণতা নতুন আলোয় হাত বাড়াই ইচ্ছেগুলো বুকে নিয়ে নতুন সুরে গান বানাই স্বপ্নের রংতুলিতে আঁকা আমাদের এ অনুভব নতুন সুরে নতুন ছন্দে অন্ধকার মিটবে সব চারিদিকে আলোর উৎসব