একটা রাতে তোমার আমার আধার কেনা গল্প নিজের সাথে লুকোচুরি তোমার থেকে অল্প জোৎস্যা রাতে নাও ভাসিয়ে একটু ভাসি চল তোমার মনের কথা গুলো একটু আমায় বল
ও মেয়ে তোমায় আমি অনেক বেশি ভালবাসি তোমায় নিয়ে স্বপ্ন দেখে আজও আমি একা বাচি ও মেয়ে তোমায় আমি অনেক বেশি ভালবাসি কি করে বোঝাই তোমায় কিভাবে ফিরে আসি
নিরবতার কোলাহলে বাড়ছে এ দুরত্ব এভাবেই থাকবো দুজন এই আমাদের সত্য আকাশ পানে চেয়ে আমি তোমার ছবি আকি সূর্ঘিমাখা মেঘের কোলে তোমার রঙ্গিন হাসি
ও মেয়ে তুমি দেবে কি আমায় আমার প্রেমের প্রতিদান যেন গল্পকারের গল্পে লেখা অব্যক্ত প্রেম পরিনাম ||
এভাবেই হয়তো মোদের শেষ হবে এ গল্প পরিনয়ের অপূর্ণতায় জমবে শত দূরত্ব ও মেয়ে....