খুব ভোরে রোদ এসে জানালায় শিষ দিয়ে ডাকে আমায় তবু এই ঘুম ঘোর আদরের চাদরে জড়িয়ে রাখে আমায় রূপকথা গল্প গুলো আড়াল করে বাস্তবতা নিয়ে যায় আমাকে ঘুমপরীর দেশে
স্বপ্ন ঘুমেই আমি ভালো থাকি জীবনানন্দ আমি বুকে বেধে রাখি কল্পনার রংতুলিতে মগজের ক্যানভাসে আমি জীবন আকি।
ঘুমপাড়ানিয়া পরীরা গান শোনায় দুশ্চিন্তার কালো মেঘ সুরের হাওয়ায় মিলায়
স্বপ্ন ঘুমেই আমি ভালো থাকি জীবনানন্দ আমি বুকে বেধে রাখি কল্পনার রংতুলিতে মগজের ক্যানভাসে আমি জীবন আকি।