আমি চাঁদের গাড়ি চড়ে মেঘের ভেলায় ভেসে ছুটে যাবো আবার ঐ রূপকথাদের রাজ্যে
যেখানে চাঁদমামা হেসে বলে বুকে আয় মামা ফিরে যাই তোর ফেলে আসা শৈশবে সেখানে মিছেমিছি কেন খেলি কানামাছি শৈশব কি স্বপ্নেই রয়ে যায় বাস্তবতার দৈত্য গুলো কল্পনা সব গিলে খায়
শীতের সকালে ঘাসের শিশিরে মুক্তধারা ঝরে কল্পলোকের গল্পকথা কেন কেন মনে পড়ে