একসাথে পাশাপাশি গল্পে গল্পে কথা বলি মনের মাঝে লুকনো কথা গল্পে আমি তোমাকে বলি

অন্ধকার এর বাক্সে বন্দী আমার এ জীবন আলো হয়ে আসো তুমি সে অন্ধকারে

নতুন দিনের আলোক রঙ্গিন উৎসব হয়ে

সুরের আবেশ ছুঁয়ে চলা অব্যক্ত সত্য সব সুরেই বলা চেপে রাখা অনুভূতি যত চেপে রাখা আবেগ বিবেক ক্ষত।।

অন্ধকার এর বাক্সে বন্দী আমার এ জীবন আলো হয়ে আসো তুমি সে অন্ধকারে

নতুন দিনের আলোক রঙ্গিন উৎসব হয়ে