ঘুমিয়ে পরো আজ আর কথা হবে না মনে রেখো ভালবাসা ফুরাবো না আবার একদিন দেখব সকাল দুজনে একসাথে প্যারিস রোডে হাটব দুজন আঙ্গুলে আঙ্গুল রেখে আবার একদিন দেখব সকাল দুজনে একসাথে প্যারিস রোডে হাটব দুজন আঙ্গুলে আঙ্গুল রেখে

এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা

শিশিরভেজা সবুজ ঘাসের দল শোনাবে নতুন গান নতুন ভোরে সূর্যিমামার স্নেহের আশির্বাদ

নতুন রূপে তোমাকে নিয়ত আবিষ্কার মুগ্ধতা ছড়িয়ে আমার হৃদয়ে বসন্তের সুবাস

থাকবো দুজন ছায়া হয়ে একসাথে পাশাপাশি রাঙাবো জীবন আমাদের যেমন ইচ্ছে খুশি

এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা