Opurnota-অপূর্ণতা


Official Youtube Lyrical Video


Vocal : Arjon Nill, Abhishek Das, Tuhin Hossain Sumon (Guest appearance)
Lyrics & Cajon : Tusher Hasib


 হাসছো একা ভাবছো বসে

রাত দুপুরের পাগলামী

চাদের বুড়ি পাশে এসে

দিয়ে যাবে ঘুম হামি (ll)


ছায়ার মাঝেই জীবন বাচে

আর্তনাদে চোখ কাদে

লালচে শহর কালচে হয়ে

তাকিয়ে ওই নিশ্চুপ ছাদে

ওই নিশ্চুপ ছাদে


চায়ের কাপে ঝড় তুলে

হাসছো তুমি ওই চোখে

জলের ফোটায় মিশে মেঘসব

আজকে তোমায় কে রোখে?


ছুতে গিয়ে হাসছে এমন

পাচ্ছে না খুজে সেথা

অতপর আজ মানছি আমি

সব চাওয়াই রইল বৃথা। (ll)


পূর্ণতায় স্বপ্ন আমার

পরী তুমি রুপকথার? (ll)


স্বপ্নময় এই রুক্ষ জীবন

তোমায় নিয়ে বুক বাধে

লালচে শহর কালচে হয়ে

তাকিয়ে ওই নিশ্চুপ ছাদে