Obekto Onuvuti 2.0 - অব্যক্ত অনুভূতি ২.০

 



Vocal : Arjon Nill, Abhishek Das 
Guitar : Shahriar Afridi, Sifat Ul Huq 
Cajon : Tusher Hasib

Lyrics

ঘুমিয়ে পরো আজ আর কথা হবে না
মনে রেখো ভালবাসা ফুরাবো না
আবার একদিন দেখব সকাল দুজনে একসাথে
প্যারিস রোডে হাটব দুজন আঙ্গুলে আঙ্গুল রেখে
এই আমাদের ভালবাসা
এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা
এই আমাদের ভালবাসা
এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা শিশিরভেজা সবুজ ঘাসের দল
শোনাবে নতুন গান
নতুন ভোরে সূর্যিমামার স্নেহের আশির্বাদ
শিশিরভেজা সবুজ ঘাসের দল
শোনাবে নতুন গান
নতুন ভোরে সূর্যিমামার স্নেহের আশির্বাদ নতুন রূপে তোমাকে নিয়ত আবিষ্কার
মুগ্ধতা ছড়িয়ে আমার হৃদয়ে বসন্তের সুবাস
এই আমাদের ভালবাসা
এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা
এই আমাদের ভালবাসা
এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা থাকবো দুজন ছায়া হয়ে একসাথে পাশাপাশি
রাঙাবো জীবন আমাদের যেমন ইচ্ছে খুশিক
এই আমাদের ভালবাসা
এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা