Vocal : Arjon Nill, Abhishek Das Guitar : Shahriar Afridi, Sifat Ul Huq Cajon : Tusher Hasib
Lyrics
ঘুমিয়ে পরো আজ আর কথা হবে না মনে রেখো ভালবাসা ফুরাবো না আবার একদিন দেখব সকাল দুজনে একসাথে প্যারিস রোডে হাটব দুজন আঙ্গুলে আঙ্গুল রেখে এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা শিশিরভেজা সবুজ ঘাসের দল শোনাবে নতুন গান নতুন ভোরে সূর্যিমামার স্নেহের আশির্বাদ শিশিরভেজা সবুজ ঘাসের দল শোনাবে নতুন গান নতুন ভোরে সূর্যিমামার স্নেহের আশির্বাদনতুন রূপে তোমাকে নিয়ত আবিষ্কার মুগ্ধতা ছড়িয়ে আমার হৃদয়ে বসন্তের সুবাস এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকাথাকবো দুজন ছায়া হয়ে একসাথে পাশাপাশি রাঙাবো জীবন আমাদের যেমন ইচ্ছে খুশিক এই আমাদের ভালবাসা এই আমাদের গল্প আঁকা গল্প আঁকা
যাচ্ছে চলে দিন আমার সঙ্গীসাথী অন্ধকার খুজছি যে পথ পালাবার শূন্য এ হৃদয় আমার ইচ্ছে ছিল উড়বো আবার দেখবো ছুয়ে স্বপ্ন গুলো লুকিয়ে রাখা শূন্যতার। যাচ্ছে চলে দিন আমার সঙ্গীসাথী অন্ধকার খুজছি যে পথ পালাবার শূন্য এ হৃদয় আমার ইচ্ছে ছিল হবো জাদুকর দেখবে জাদু চাঁদ বাজিকর উড়ে যাচ্ছে দেখো মেঘের কত মায়া ধুলো ধুলো যেন বিষন্ন ছায়া আসছি ফিরে বারংবার স্বপ্নগুলো শেষআমার গল্পছিলো রূপকথার।
E. B7. A. E জলেশ্বরীর কান্না দেখে ভিজল আমার মন E. B7. A B7 C#m কেউ জানেনা কোথায় কখন বৃষ্টি সারাক্ষন E. B7. A. E জলেশ্বরীর কান্না দেখে থমকে গেলো সব E. B7. A B7 C#m কেউ নিলনা মনের খবর শুপ্ত অনুভব E. B7. A. E জলেশ্বরী হাঁটছে পথে বৃষ্টি নামছে তাই E. ...