G. D
উড়ালসেতুর পথে হন্যে হয়ে
C. D
খুঁজছি তোমার পদচিহ্ন ধরে
G. D
ঘাসফুলেদের ছায়া মাড়িয়ে
C. D
তালপাতাকে পথসঙ্গী করে
G. D
উড়ালসেতুর পথে হন্যে হয়ে
C. D
খুঁজছি তোমার পদচিহ্ন ধরে
G. D
ঘাসফুলেদের ছায়া মাড়িয়ে
C. D
তালপাতাকে পথসঙ্গী করে
Em. D
গোধূলি বেলায় কোনো পথের ধারে
C. D
সূর্যাস্তের অন্তিম লগ্নে
Em
হলুদ ফুল
Am. D
তুলে এনেছি ফুলকিশোরী
G
তোমার জন্যে
G. D
নির্বাক চোখে আমি তাকিয়ে দেখি
C. D
সসীম দূরত্বে অসীম তুমি
G. D
শুভ্র পাখির দল নীরে ফিরে যাই
C. D
কৃষ্ণচূড়ার রং আবেগ ছড়ায়
G. D
তালাপাতাদের ঐ নিবিড় ছায়ায়
C. D
আমার ঠিকানা আজ তোমার মায়ায়
G. D
ফুল কিশোরী তুমি ঈশ্বরী
C. D
তুমি দেবী, নাও অঞ্জলী
G
ফুল কিশোরী....